arabicacademybd
Arabic AcademyArabic Academy
সাম্প্রতিক পোস্ট

জীবিত বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর মারা গেলে হুকুম কি?

মার্চ ০৭, ২০২৫কাফন দাফন
জীবিত বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর মারা গেলে হুকুম কি?

সংকলনে

মুফতী আব্দুল্লাহ আল-মামুন বিন মুসলিম

মুহতামিম ইনতেবাহুল উম্মাহ মাদ্রাসা

ও খতিব সদর থানা জামে মাসজিদ

মেহেরপুর,বাংলাদেশ

জীবিত বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর মারা গেলে সাধারণ মৃতের মতোই তার গোসল ও কাফন দিতে হবে এবং জানাযার নামায পড়ে দাফন করতে হবে। এ ধরনের বাচ্চার (বয়স সাত দিনের কম হলেও) নাম রাখার কথা হাদীস শরীফে বলা হয়েছে। আর যদি বাচ্চা মৃত ভূমিষ্ঠ হয় তাহলে তার জানাযা পড়তে হবে না। তবে তাকে গোসল দিয়ে একটি পরিষ্কার কাপড়ে পেঁচিয়ে দাফন করে দিবে।

অবশ্য এধরনের বাচ্চাকে চাইলে তিন কাপড়েও কাফন দিতে পারবে। আর এ শিশুরও একটি নাম রেখে দিবে। একই পন্থা অবলম্বন করবে ঐসব অসম্পূর্ণভাবে জন্ম নেয়া মৃত শিশুদের ক্ষেত্রে, যাদের অঙ্গ-প্রত্যঙ্গ সৃষ্টি হয়েছে। আর যদি নষ্ট হয়ে যাওয়া গর্ভের কোন অঙ্গ না হয়ে থাকে; বরং শুধু গোশতের টুকরা বের হয় তাহলে তা একটি কাপড়ে পেঁচিয়ে কোথাও দাফন করে দিবে। এক্ষেত্রে যেমন জানাযা নেই, তেমনিভাবে গোসল, নামরাখা কোন কিছুরই বিধান নেই।

-জামে তিরমিযী ১/২০০; মুসান্নাফ আবদুর রাযযাক ৩/৫৩০; ফাতাওয়া খানিয়া ১/১৮৬; তাবয়ীনুল হাকায়েক ১/২৩৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫৯; জামিউ আহকামিস সিগার ১/৪২; আদ্দুররুল মুখতার ২/২০৪, ২২,২২৮

WhatsApp Chat