arabicacademybd
Updates

সন্তান প্রতিপালনের আদব

জুলাই ২৮, ২০২৪ সন্তান লালন পালন

সন্তান প্রতিপালনের আদবের মধ্যে নিম্নলিখিত

আদবগুলোও প্রযোজ্য

ক্লিক করূন:            #চাকরি/সার্ভিস/আর্কিটেকচার বিল্ডিং ডিজাইন,                # শপিং/বাজার করুন

• দ্বীনদার ধাত্রীর দুধ পান করানো। (জাদুল মা’য়াদ- ৪/১৬২)।

• বাচ্চাকে ভয় না দেখানো, এতে বাচ্চা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। (বেহেশতী জেওর- ৪/৩২১)।

• দুধপান ও খাদ্য দ্রব্য খাওয়ানোর জন্য সময় নির্দিষ্ট রাখা। এতে করে বাচ্চা সুস্থ সবল থাকে। (বেহেস্তী জেওর- ৪/৩২০)।

• দুধপান করানোর সময় বেপর্দা না হওয়া। কাপড় দিয়ে ঢেকে খাওয়ানো। এর ফলে সন্তান লজ্জাশীল হয়। (বেহেস্তী জেওর- ৪/৩২০)।

• বাচ্চাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং অধিক সাজ-গোজ না করা। (বেহেস্তী জেওর- ৪/৩২০)।

মাসায়েলে আ’মাল [১ম খন্ড]-৩৩৪

• ছেলেদের চুল বেশী বড় না রাখা। (বেহেশতী জেওর- ৪/৩২০)।

• মেয়ের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত পর্দায় থাকার উপযুক্ত না হয় তাকে অলংকারাদি পরিধান না করানো। (বেহেস্তী জেওর- ৪/৩২০)।

• বাচ্চাদের হাতে গরীব, ভিক্ষুক, অসহায়দেরকে খাদ্য, বস্ত্র, টাকা-পয়সা দেয়ার অভ্যাস গড়ে তোলা। (বেহেস্তী জেওর- ৪/৩২০)।

• এমনিভাবে বাচ্চাদের দ্বারা নিজের ভাই-বোনদের মধ্যে অথবা অন্যান্য ছেলে-মেয়েদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করতে দেয়া, যাতে করে তাদের উদারতার অভ্যাস হয়। (বেহেস্তী জেওর- ৪/৩২০)

• বাচ্চাদের সামনে অধিক ভোজনকারীর সম্পর্কে খারাপ মন্তব্য করা তবে কারো নাম নেয়া যাবে না। (বেহেস্তী জেওর– ৪/৩২০)।

عَنْ سَمُرَةَ بْنِ جُنُدُبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ اللهُ الْبَسُوُا الْبِيَاضَ فَإِنَّهَا أَطْهَرُ وَأَطْيَبُ.

ছেলেদের মনে সাদা কাপড়ের প্রতি আকর্ষণ সৃষ্টি করা এবং রঙ্গীন ও টাইটফিট

পোষাকের প্রতি নিরুৎসাহিত করা। (তিরমিযী- ২/১০৮)। • মেয়েদেরকে বেশী দামী ও অহংকারী কাপড় পরিধানের অভ্যাস না করা।

(বেহেশতী জেওর- ৪/৩২১)।

• তাদের সকল প্রকার ইচ্ছা পূরণ না করা। (বেহেস্তী জেওর- ৪/৩২১)। • উচ্চস্বরে ও চিৎকার করে কথা বলতে সন্তানদের বারণ করা। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। (বেহেশতী জেওর- ৪/৩২১)।

• সন্তানকে ঐ সকল ছেলে-মেয়েদের সংস্পর্শে যেতে না দেয়া, যে সকল ছেলে-মেয়ের অভ্যাস খারাপ, লেখা-পড়া বিমুখ এবং খাওয়া-দাওয়া ও পোষাক পরিচ্ছদের মধ্যে লৌকিকতা রয়েছে। (বেহেশতী জেওর- ৪/৩২১)।

• কয়েকটি ব্যাপারে বাচ্চার মনে ঘৃণার উদ্রেক করা সেগুলো হচ্ছে গোষা, মিথ্যা, লোভ-লালসা, হিংসা, চুরি, তিরস্কার, পরশ্রীকাতরতা, অহেতুক কথা বলা, কথায় কথায় হাসা, অধিক হাসা, ধোকা দেয়া, ভাল মন্দ কথার বিবেচনা না করা, উল্লেখিত কোন একটি তার থেকে সংঘটিত সাথে সাথে তাকে সাবধান করা। ( বেহেশতী জেওর ৪/৩২  ১)

WhatsApp Chat